দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নাগরিকত্ব আইনের বিরুদ্ধে গত ডিসেম্বর থেকেই উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। প্রতিবাদ সভা, মিছিল, সমাবেশ, ধর্ণা ইত্যাদির মাধ্যমে এই কালা কানুনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে দেশের আমজনতা। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি শহর কলকাতাতেও রোজের মিটিং-মিছিল চলছেই। মোদী সরকারের জনবিরোধী এই আইনের বিরুদ্ধে এইবার মহা সমাবেশের ডাক দিয়েছে সিএএ বিরোধী নাগরিক সমাজ, হাওড়া জেলা।
জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠনগুলি ঐক্যবদ্ধ হয়ে এই নাগরিক সমাজ প্রতিষ্ঠা করেছে। নাগরিকত্ব আইনের বিরোধিতা করে নাগরিক সমাজের পক্ষ থেকে আজ দুপুরের পরই বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। উলুবেড়িয়ার নিমদিঘী ফুটবল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা। নাগরিক সমাজের সভাপতি পূর্ণেন্দু মাল জানিয়েছেন, ‛গোটা জেলা থেকে ভালো সাড়া পাচ্ছি আমরা। আশা করছি রেকর্ড সংখ্যক লোকের জনসমাগম ঘটবে।’
পশ্চিমবঙ্গ, কলকাতা, রাজনীতি, ব্যবসা, প্রযুক্তি, বলিউড ও ক্রিকেটের সকল বাংলা খবর পড়তে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube ও জয়েন করুন WhatsApp Group এবং ডাউনলোড করুন আমাদের News Apps