Monday, February 24, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ক্ষমা চাইতে হলে, মক্কার চেয়ে মৃত্যুই শ্রেয়! ইংরেজদের প্রস্তাব ফেরান স্বাধীনতা সংগ্রামী কুঞ্জহামিদ ‛হাজি’

মলপ্পুরম, ২৩ আগস্ট: মালাবার বিদ্রোহের শতবর্ষ। আজ থেকে ১০০ বছর আগে মালাবার আন্দোলনের অন্যতম চরিত্র ভেরিয়ান কুন্নাতু কুঞ্জহামিদ ‘হাজি’ ব্রিটিশ সৈন্যদের গুলিতে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। ব্রিটিশেরা প্রস্তাব দিয়েছিল, কৃতকর্মের দায়ে ‘হাজি’ ক্ষমা চেয়ে নিলে তাঁকে মক্কা পাঠানো হবে পুণ্য অর্জনের জন্য। ‘হাজি’ বলেছিলেন, ক্ষমা চাইতে হলে মক্কার চেয়ে তাঁর কাছে মৃত্যুই শ্রেয়!

কুঞ্জহামিদ হাজি নামের ওই নেতা মালাবার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন আর ব্রিটিশ শাসন উপেক্ষা করে প্রায় ছ’মাস নিজের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। প্রচলিত ইতিহাস অনুযায়ী, উত্তর কেরালার নানা অঞ্চলে ব্রিটিশ বিরোধী প্রচার চালাতেন মালায়ালাম, আরবী আর কিছুটা ইংরেজি শিক্ষিত কুঞ্জহামিদ হাজি। প্রচারের সময়ে তিনি ব্যবহার করতেন কেরালার নিজস্ব মার্শাল আর্টসের নানা কায়দা, পল্লীগান প্রভৃতি। সেভাবেই তিনি গড়ে তুলেছিলেন প্রায় ৭৫ হাজার মানুষের এক বাহিনী।

১৯২০ সালের আগস্টে একটি মসজিদে হামলার পরেই সেই বাহিনী নানা দিকে ব্রিটিশ থানা ও সরকারি দফতরে হামলা চালায়। প্রায় একবছর ধরে সেই লড়াইয়ের পরে ১৯২১ সালের আগস্টে হাজি ব্রিটিশদের তাড়িয়ে দিয়ে গড়ে তোলেন তার নিজস্ব প্রশাসন। কিন্তু মাস ছয়েকের মধ্যে গ্রেফতার হন তিনি, আর গুলি করে মেরে ফেলা হয় তাকে।

 

Leave a Reply

error: Content is protected !!