দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেশিয়াড়িতে বিজেপিকে ভোট দিতে বলছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কেশিয়াড়ির দাদরা গ্রামে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন তাঁরা।
গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি হয়ে ভোট দিতে প্রভাবিত করার চেষ্টা করছিলেন জওয়ানরা। জওয়ানদের বিরুদ্ধে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে। বাড়িতে গিয়ে মারধর করার অভিযোগ তুলছেন গ্রামবাসী। এই অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ভাঙচুর করা হয় গাড়িতে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।