দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : পিএম কেয়ার্স তহবিল নিয়ে প্রথম থেকেই বিভিন্ন মহলে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। এ বার ভেন্টিলেটরের বরাতেও পিএম কেয়ার্সের দেওয়া টাকায় দুর্নীতির গন্ধ মিলছে বলে অভিযোগ উঠতে শুরু করল।
এপ্রিলে চেন্নাইয়ের একটি মেডিক্যাল প্রযুক্তি সংস্থাকে সাত হাজার ‘বেসিক’ এবং তিন হাজার ‘অ্যাডভান্স’ ভেন্টিলেটরের বরাত দেওয়া হয়। যার অর্থ বরাদ্দ করা হয় পিএম কেয়ার্স তহবিল থেকে। একটি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রিভিট্রন যখন বরাত পায়, সেই সময়ে বেসিক কিংবা অ্যাডভান্স কোনও ধরনের ভেন্টিলেটর তৈরির অভিজ্ঞতাই ছিল না তাদের। আর এখানেই উঠছে প্রশ্ন। একেবারে অনভিজ্ঞ একটি সংস্থাকে কিসের ভিত্তিতে মোট ৩৭৩ কোটি টাকার বরাত দেওয়া হল?
ভেন্টিলেটরগুলি কত টাকায় কেনা হচ্ছে, তথ্যের অধিকার আইনে তা জানতে চেয়েছিলেন ভেঙ্কটেশ নায়েক নামে এক সমাজকর্মী। তার পরেই জানা যায়, বেসিক মডেলের এক-একটির দাম এক লক্ষ ৬৬ হাজার ৩৭৬ টাকা। অ্যাডভান্স মডেলের ভেন্টিলেটরের প্রতিটির মূল্য এর পাঁচ গুণেরও বেশি। আট লক্ষ ৫৬ হাজার ৮০০ টাকা।