Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

স্বাধীনতার ৭৫ বছর পরেও ব্রিটিশদের তৈরি রাষ্ট্রদ্রোহ আইনের কি প্রয়োজন? কেন্দ্রকে নোটিস সুপ্রিমকোর্টের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর পরেও ব্রিটিশদের তৈরি রাষ্ট্রদ্রোহ আইনের কি প্রয়োজন? কেন্দ্রকে নোটিস পাঠলো সুপ্রিমকোর্ট। রাষ্ট্রদ্রোহ আইনের চরমহারে অপব্যবহার শুরু করেছে মোদী সরকার। সরকারের বিরোধিতা করলেই তাকে রাষ্ট্রদ্রোহের আইনে মামলা দিয়ে জেলে পোরা হচ্ছে। এবার রাষ্ট্রদ্রোহিতা সংক্রান্ত মামলায় এদিন সুপ্রিম কোর্ট কার্যত কেন্দ্রের সামনে বড় প্রশ্ন তুলে ধরল। দেশের শীর্ষ আদালত প্রশ্ন তোলে যে ‘স্বাধীনতার ৭৫ বছর পার হওয়ার পরও কি ঔপনিবেশিক রাষ্ট্রদ্রোহের আইনের প্রয়োজন রয়েছে?’

‘রাষ্ট্রদ্রোহ একটি ঔপনিবেশিক আইন আর এটি ব্রিটিশরা ব্যবহার করত। এতে স্বাধীনতা খর্ব করা হত। এটি মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলকের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল। ‘ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এন ভি রামানা এদিন এই বক্তব্য রাখেন আদালতের মামলা চলাকালীন। এরই সঙ্গে সুপ্রিম কোর্ট কার্যত এক ঐতিহাসিক বার্তায় রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইন নিয়ে প্রশ্ন তুলেছে আজ।

 

আদালত এদিন মামলা চলাকালীন রাষ্ট্রদ্রোহ মামলা সংক্রান্ত বিষয়ে একাধিক বক্তব্য রাখে। চিফ জাস্টিস এনভি রামানা বলেন, ‘যদি , এই ধারায় মামলা নিয়ে ইতিহাস ঘাঁটা যায়, তাহলে দেখা যাবে দোষী সাব্যস্তের সংখ্যা খুবই কম। তবে বড় সংখ্যায় মানুষ এই আইকে অপব্যবহা করেছেন বলে দেখা যাবে।’

এদিন রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত মামলা চলাকালীন জানানো হয় যে, আমাদের চিন্তার বিষয় হল, এই আইনের অপব্যবহার। কতখানি এই আইনকে কার্যকরী করা হচ্ছে, তাও যে সুপ্রিম কোর্টের উদ্বেগের বিষয়, তা স্পষ্ট করেছে আদালত।

জানা গিয়েছে, এক প্রাক্তন সেনা অফিসার এই মামলা দায়ের করেন। তাঁর বক্তব্য ছিল রাষ্ট্রদ্রোহ সংক্রান্ত আইনের সাংবিধানিক বৈধতা কতটা, যেখানে তা মৌলিক অধিকার ও স্বাধীন বক্তব্যের ক্ষেত্রে অনেক সময় অন্তরায় হয়ে উঠছে? এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই আদালত একথা জানায়।

Leave a Reply

error: Content is protected !!