Friday, March 14, 2025
Latest Newsদেশ

বিপদ বাড়ল অর্ণব গোস্বামীর! দেশজুড়ে ১ হাজার মামলা দায়ের, গ্রেফতারের সম্ভাবনা বাড়ছেই

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : রিপাবলিক টিভির প্রতিষ্ঠাতা অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় এজাহার দাখিল করেছে কংগ্রেস। ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস কমিটি। কংগ্রেস সূত্রের খবর, অর্ণব গোস্বামীর বিরুদ্ধে দেশজুড়ে ১ হাজারটি এজাহার দাখিল হয়েছে।

রিপাবলিক টিভির টক শো’তে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ন্যাক্কারজনক ভাষায় আক্রমণ করেছিলেন অর্ণব গোস্বামী। তাঁর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে ছত্তিশগড় প্রদেশ কংগ্রেস কমিটি। রায়পুরেও ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএসসিং দেও এবং রাজ্যিক কংগ্রেস সভাপতি মোহন মাকর্মাম একটি এজাহার দাখিল করেছেন অর্ণবের বিরুদ্ধে। রায়পুরের শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধি আইনের সেকশন ১৫৩(এ), ২৯৫(এ) এবং ৫০৫(এ) অধীনে মামলা রুজু তদন্ত আরম্ভ করা হয়েছে।

এদিকে মহারাষ্ট্র নাগপুরেও যুব কংগ্রেসের সভাপতি সত্যজিৎ তাম্বে গোস্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। মহারাষ্ট্রের কেবিনেট মন্ত্রী সতেজ পাটিল বলেন যে, পালঘর গণপ্রহার কাণ্ডে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে অর্ণব কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মর্যাদা হানিকর মন্তব্য করার বিরুদ্ধে মহারাষ্ট্রের রাজ্য সরকার আইনী ব্যবস্থা গ্রহণ করবে।

 

Support Free & Independent Journalism

Leave a Reply

error: Content is protected !!