দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দিল্লি দাঙ্গা মামলায় জেলবন্দী উমর খালিদ, শারজিল ইমাম-সহ আট জনের জামিন আবেদনের বিষয়ে দিল্লি পুলিশকে নোটিস জারি করল দেশের সর্বোচ্চ আদালত। আজ সোমবার বিচারপতি অরবিন্দ কুমার ও এন ভি অঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৭ অক্টোবর।
আবেদনকারীদের হয়ে সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান, ‘‘ওঁরা সকলেই ছাত্রছাত্রী ছিলেন। গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিনা জামিনে জেলে রয়েছেন।’’ অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনে শীর্ষ আদালত জানায়, মূল মামলাটিই চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হবে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন উমর খালিদ, শারজিল ইমাম, মহম্মদ সেলিম খান, শিফা-উর-রহমান, আতহার খান, আবদুল খালিদ সাইফি, গুলফিশা ফাতিমা, মীরান হায়দার ও শাদাব আহমেদ।



















