দৈনিক সমাচার, বিনোদন ডেস্ক : তুরস্কের জনপ্রিয় ধারাবাহিক ‛দিরিলিস আরতুগ্রুল’ নিষিদ্ধ ঘোষণা করল মিশরের সর্বোচ্চ ইসলামিক সংস্থা দারুল ইফতা। সংস্থার পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে তুরস্কের প্রতি অভিযোগ করা হয়েছে, এই ধারাবাহিকের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে এরদোগানের দেশ।
তুরস্কে সরকারী পৃষ্ঠপোষকতায় ইসলামি ইতিহাস নির্ভর দিরিলিস আরতুগ্রুল নামে একটি টিভি সিরিয়াল নির্মাণ করা হয়েছে। ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৯ এর মে পর্যন্ত তুরস্কের সরকারী টেলিভিশন ‘টি আর টি ওযার্ল্ড’এ ধারাবাহিকভাবে সম্প্রচারিত হয়। ১৫০ ভলিউমের এ ধারাবাহিকটির প্রতিটি পর্বের দৈর্ঘ ছিল প্রায় দুঘণ্টা করে।
ইতোমধ্যে বিশ্বব্যাপী সাড়া জাগানো এ সিরিজটির প্রতি বিশেষভাবে ঝুঁকতে দেখা গেছে মুসলিম তরুণদের। বিশ্বব্যাপী উসমানী খেলাফতের প্রকৃত ইতিহাস ছড়িয়ে দিতেই মূলত তুর্কি সরকার এ সিরিয়াল নির্মাণের উদ্যোগ নেয় বলে জানা গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ছাড়াও তুরস্কের বিভিন্ন সরকারী কর্মকর্তা রয়েছেন এর পৃষ্ঠপোষকতায়।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ