Friday, November 22, 2024
Latest Newsদেশফিচার নিউজ

যোগী পুলিশের ১০০ কোটির তথ্য ভুয়ো! হাথরসে পপুলার ফ্রন্টের যোগসাজশের তত্ত্ব খারিজ করল ইডি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : হাথরসে জাতপাতের সংঘর্ষ বাধাতে বিদেশ থেকে ১০০ কোটি টাকা এসেছিল, এমন কোনও তথ্য তাদের জানা নেই। হাথরসে দলিত তরুণীকে গণধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে আন্দোলনে নামা ভীম আর্মির নেতা চন্দ্রশেখর আজাদের সঙ্গে পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই)-এর যোগসাজশের তত্ত্ব খারিজ করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যোগী আদিত্যনাথের পুলিশ অবশ্য এই তত্ত্বকেই প্রতিষ্ঠা করতে চাইছিল।

উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি ব্রিজ লাল সংবাদমাধ্যমে অভিযোগ করেন, পিএফআইয়ের সঙ্গে যোগসাজস রয়েছে চন্দ্রশেখরের। ব্রিজ লাল আরও অভিযোগ করেন, উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে সরব হওয়ার জন্য পিএফআই ১০০ কোটি টাকা বিদেশি অনুদানের ব্যবস্থা করেছিল। তবে ইডি আজ জানিয়ে দিয়েছে, এই ধরনের লেনদেনের প্রমাণ তাদের কাছে নেই। একশো কোটি টাকা উদ্ধারের খবরও ভুয়ো।

 

Leave a Reply

error: Content is protected !!