Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

দেবতাকে তুষ্ট করতে ১ কুইন্টাল ঘি, ১১ হাজার লিটার দুধ,১৫০০ লিটার দই মাটিতে ঢেলে মন্দিরের ভিত পুজো

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: দেবতাকে তুষ্ট করতে ১ কুইন্টাল ঘি, ১১ হাজার লিটার দুধ,১৫০০ লিটার দই মাটিতে ঢেলে করা হল মন্দিরের ভিত পুজো। এটাই নাকি নিয়ম! বিরাটাকারের পাত্র করে একের পর এক মানুষ ঢালছেন দুধ। স্রোতের মতো ভেসে যাচ্ছে দুধ। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জ্বালাওয়ার জেলায়। দেব নারায়ণের মন্দির তৈরি হচ্ছে সেখানে।

মন্দিরের এক কর্তৃপক্ষ রামলাল গুজার জানিয়েছেন, “আমরা দেব নারায়ণের প্রতি শ্রদ্ধা জানাতে ভিত পুজোর অনুষ্ঠানে গুজর সম্প্রদায়ের সদস্য এবং এমনকি অন্যদের কাছ থেকে প্রায় ১১,০০০ লিটার দুধ, দেশি ঘি এবং দই সংগ্রহ করেছি, দই ছিল প্রায় ১,৫০০ লিটার। ঘি ছিল প্রায় ১ কুইন্টাল”। এই অনুষ্ঠান দুধ, ঘি, দই বাধ্যতামূলক কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি ঐতীহ্য। অতীতেও কয়েকবার করা হয়েছে। সেই ঐতিহ্যকেই রক্ষা করা হয়েছে। তিনি আরও বলেন, “গুজর সম্প্রদায়ের মতে এই দুধ ঘি দই ঢালা একেবারেই নষ্ট করা নয় কারণ আমরা দেবনারায়ণ দেবতাকে তুষ্ট করলাম। তিনি আমাদের গবাদি পশুদের রক্ষা করবে”। জানা গিয়েছে, মন্দির তৈরিতে খরচ হবে প্রায় ১ কোটি টাকা।

উল্লেখ্য, মহামারীর মাঝে দিনদিন জিনিসপত্রের দাম যেন আকাশছোঁয়া হয়ে যাচ্ছে ৷ সবজি, ডালের পর বেড়েছে দুধের দাম। দুধের দাম প্রায় ৭ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে ৷

 

Leave a Reply

error: Content is protected !!