প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১১ জুলাই। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –
- ১৮২৩ – ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে
- ১৮৮৯ – অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়
- ১৯২১ – মঙ্গোলিয়ায় গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে লাল ফৌজ
- ১৯৩০ – অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রাডম্যান এক দিনে ৩০৯ রান করার রেকর্ড করেন, পরে টেস্ট ম্যাচে তা ৩৩৪ রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল
- ১৯৫৬ – সাহিত্যিক অমিতাভ ঘোষের জন্ম
- ১৯৬২ – প্রথম ট্রান্সআতলান্তিক স্যাটেলাইট টেলিভিশনের সম্প্রচার শুরু হয়
- ১৯৬৭ – সাহিত্যিক ঝুম্পা লাহিড়ির জন্ম
- ১৯৭২ – বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম খেলা ববি ফিশার ও বরিস স্পাসকির মধ্যে শুরু হয়
- ১৯৭৯ – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহাকাশ স্টেশন স্কাইল্যাব পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। সেটিকে ভারত মহাসাগরে ফেলে ধ্বংস করা হয়
- ২০০৬ – মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে ২০৯ জনের মৃত্যু
- ২০১২ – আবিষ্কার হয় প্লুটোর পঞ্চম উপগ্রহ এস/২০১২ পি ১
- বিশ্ব জনসংখ্যা দিবস