Sunday, February 23, 2025
Latest Newsদেশফিচার নিউজ

ভোট আসলেই বিরোধীদের পিছনে ইডি! এবার ফারুক আবদুল্লার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: যখনই কোনও রাজ্যে ভোট তখনই বিরোধীদের পিছনে ইডি, সিবিআই লেলিয়ে দিচ্ছে মোদী সরকার, একাধিকবার এমনটাই অভিযোগ করেছে বিরোধীরা। এবার বিপাকে পড়লেন ন্যাশনাল কনফারেন্স বা এনসি সভাপতি ফারুক আবদুল্লা। জম্মু–কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন বা জেকেসিএ–র টাকা নয়ছয় মামলায় ফারুকের ১১.‌৮৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। শনিবার একথা জানিয়েছে আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত করা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

২০০২–১১ সালের মধ্যে জেকেসিএ–তে মোট ৪৩.‌৬৯ কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় ২০১৮–য় চার্জশিট ফাইল করে সিবিআই। চার্জশিটে ফারুক, এনসি–র এক সাংসদ এবং আরও তিনজনের নামোল্লেখ করেছিল সিবিআই। ইডি–র দাবি, তদন্তে তারা খুঁজে পেয়েছে, ২০০৬–১২–র মধ্যে নিজের ক্ষমতার অপব্যবহার করে ফারুক জেকেসিএ–র তহবিলে নয়ছয় করেছিলেন। ৪৫ কোটি টাকারও বেশি টাকা তছরুপ করা হয়েছিল, দাবি ইডি–র। ফারুকের যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তার মধ্যে আছে তিনটি বাড়ি, একটি বাণিজ্যিক সম্পত্তি এবং জম্মু–কাশ্মীরে চারটি জমির প্লট। এই সম্পত্তিগুলির দাম ১১.‌৮৬ কোটি টাকা হলেও এর বাজারদর প্রায় ৭০ কোটি টাকা। জানিয়েছে ইডি।

এনসি–র মুখপাত্রের অভিযোগ, পিপলস্‌ অ্যালায়েন্স তৈরির পরই ইডি–র ওই চিঠি আসাই প্রমাণ করছে এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এবং ওই চিঠি যে আসবেই সেব্যাপারে তাঁরা সবাই অবগতই ছিলেন কারণ কেন্দ্রের শাসকদল জাতীয় সংস্থাগুলিকে বিরোধীদের দমনে ব্যবহার করছে। বিজেপির বিভাজন নীতি এবং মতাদর্শের বিরোধিতা করলেই এভাবে মূল্য চোকাতে হবে বলেও অভিযোগ করলেন এনসি–র মুখপাত্র।

 

Leave a Reply

error: Content is protected !!