Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে ১২ সপ্তাহ ধরে জুমা নামাজ বন্ধ!

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : কেন্দ্রীয় মোদী সরকার গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেওয়ার পর সেখানে কঠোর বিধিনিষেধ কার্যকর করা হয়। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে বলে সরকার পক্ষ দাবি করলেও কঠোর নিষেধাজ্ঞার কারণে শ্রীনগরের ঐতিহাসিক জামিয়া মসজিদে আজও জুমা নামাজ অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে একটানা ১২তম শুক্রবার সেখানে জুমা নামাজ হল না।

বৃহস্পতিবার থেকে সরকারি ভাবে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়েছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। জম্মু-কাশ্মীর কেন্দ্র শাসিত প্রদেশে পরিণত হওয়ায় সেখানে নয়া আইন কার্যকর হয়েছে। কেন্দ্রশাসিত নয়া প্রদেশে আজই ছিল প্রথম শুক্রবার। যদিও বিগত জুমাবারের ন্যায় আজও প্রশাসন ঐতিহাসিক জামিয়া মসজিদে জুমা নামাজ আদায়ের অনুমতি দিতে পারেনি।

 

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

Leave a Reply

error: Content is protected !!