দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : লকডাউনের মধ্যে যাঁরা বাড়ি বাড়ি ওষুধ বা মুদির দোকানের সামগ্রী পৌঁছে দিতে যাচ্ছেন, তাঁদের অনেকসময় মারধর করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহেও বাধা দিচ্ছেন নিরাপত্তারক্ষীরা। এর ফলে বিপুল পরিমাণ পণ্য ফেলে দিতে হচ্ছে। বুধবার এমনই অভিযোগ করল বিভিন্ন ই-কমার্স কোম্পানি।
মিল্কবাস্কেট সংস্থা জানিয়েছে, তারা ১৫ হাজার লিটার দুধ ও ১০ হাজার কেজি ভেজিটেবিল ফেলে দিতে বাধ্য হয়েছে। লকডাউনের দ্বিতীয় দিনে তারা গুরগাঁও, নয়ডা ও হায়দরাবাদে পণ্য সরবরাহ করতে পারেনি।
বিগ বাস্কেট, ফ্রেশ মেনু এবং পর্টিয়া মেডিক্যালের মতো অনলাইন প্ল্যাটফর্মের প্রমোটার কে গণেশ অভিযোগ করেন, গত কয়েকদিনে পুলিশরা বহু ডেলিভারি এজেন্টকে হেনস্থা করেছে, মারধর করেছে, একটি ক্ষেত্রে গ্রেফতারও করেছে। তাঁর আর্জি, ‛এই পরিস্থিতিতে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে পণ্য ও পরিষেবা পৌঁছে দিচ্ছেন, তাদের মারবেন না।’