দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: লকডাউনে চরম আর্থিক সংকটে রয়েছে পরিবার। তাই পেটের দায়ে বাধ্য হয়েই রাজমিস্ত্রির সহকারীর কাজে যোগ দিয়েছিল দশম শ্রেণির ছাত্র। ছাদ ঢালাইয়ের কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ওই কিশোরের। মৃত ওই কিশোরের নাম রবিউল ইসলাম (১৬)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে।
জানা গেছে, রবিউলের বাড়ি হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বনসরিয়া গ্রামে। মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল রবিউল। রবিউলের আব্বা মহম্মদ তসলিম। পেশায় গাড়ি চালক। কোনওরকমে সংসার চলে। করোনা সংক্রমণ রুখতে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে পরিবারের অবস্থা আরও খারাপ হয়। চরম আর্থিক সমস্যায় পড়তে শুরু করে তসলিম সাহেবের পরিবার। আনলক প্রক্রিয়া শুরু হলেও সেভাবে কাজ মেলেনি। বাধ্য হয়ে পরিবারের হাল ধরতে হয় রবিউলকে। রাজমিস্ত্রির জোগাড়ের কাজ শুরু করে। গতকাল স্থানীয় একটি বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেখানেও রাজমিস্ত্রির সহকারীর কাজ করছিল রবিউল। ছাদের পাশ দিয়েই গেছে বিদ্যুতের লাইন। ক্ষণিকের অসাবধানতায় বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই ছাদ থেকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে সে। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসক রবিউলকে মৃত বলে ঘোষণা করেন।
হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। দুর্ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।