দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৬,৫০০ শূন্যপদে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা সংসদ। বিধানসভা নির্বাচনের মুখে শিক্ষক নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া নতুন করে টেট আয়োজনের ঘোষণাও করেছেন তিনি।
এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠকে মমতা বলেন, এখন ১৬,৫০০ শূন্যপদ রয়েছে। টেট উত্তীর্ণ ২০,০০০ চাকরিপ্রার্থীর মধ্যে ১৬,৫০০ জনকে নিয়োগ করা হবে। আগামী ডিসেম্বর থেকেই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন তিনি। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে এই প্রক্রিয়া।
Tags:Mamata banerjee