দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : মহারাষ্ট্র থেকে পঞ্জাবে ফেরার পরে ১৭৩ জন শিখ তীর্থযাত্রী করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন হওয়ায় মহারাষ্ট্রের নান্দেদে হাজুর সাহিবে আটকে পড়েছিলেন এই শিখ তীর্থযাত্রীরা। ২২ এপ্রিল থেকে অনুমতি নিয়ে পঞ্জাবে ফেরা শুরু করেন তাঁরা। কিন্তু পঞ্জাবে ফিরলেও পাঁচ দিন পরে তাঁদের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় বলে খবর।
জানা গিয়েছে, লকডাউনের ঠিক আগে পঞ্জাব থেকে প্রায় ৪০০০ শিখ তীর্থযাত্রী নান্দেদে গিয়েছিলেন। ২৫ মার্চ লকডাউন হওয়ায় তাঁরা আটকে পড়েন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতির পরে ৩৫০০-র উপর তীর্থযাত্রী পঞ্জাবে ফিরেও গিয়েছেন। তাঁদের মধ্যেই এই আক্রান্তদের খোঁজ মিলেছে। পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং জানিয়েছেন, করোনা আক্রান্তদের বেশিরভাগই নিজামুদ্দিনের মসজিদে তবলীগ জামাতের জমায়েত ও নান্দেদে যাওয়া শিখ তীর্থযাত্রীদের থেকেই হয়েছে।
আকালি দল এই ঘটনার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছে। তাদের অভিযোগ, পঞ্জাবে আসার পরে এই তীর্থযাত্রীদের নমুনা পরীক্ষার ব্যাপারে কোনও নির্দেশিকা দেননি তিনি। অন্যদিকে পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধু এই ঘটনার জন্য মহারাষ্ট্রের শিবসেনা সরকারের দিকে তোপ দেগেছেন। তাঁর অভিযোগ, মহারাষ্ট্র সরকার এই তীর্থযাত্রীদের কোনওরকমের সাহায্য করেনি। নিজেদের ব্যবস্থা তাঁদেরই করে নিতে হয়েছিল। এমনকি তীর্থযাত্রীদের নমুনা পরীক্ষাও করেনি মহারাষ্ট্র সরকার।
Support Free & Independent Journalism