Wednesday, March 12, 2025
ইতিহাসফিচার নিউজ

১৮ আগষ্ট – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৮ আগষ্ট। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১২২৭ – চেঙ্গিস খানের মৃত্যু
  • ১৮৫০ – ফরাসি সাহিত্যিক বালজাকের জন্ম
  • ১৮৭২ – বিখ্যাত বৃটিশ দার্শনিক ও গণিতবিদ বার্ট্রান্ড রাসেলের জন্ম
  • ১৯৩৬ – কবি, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গুলজারের জন্ম
  • ১৯৪৫ – তাইহোকু বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাষচন্দ্র বসু নিহত হন বলে সংবাদ প্রচারিত হয়
  • ১৯৫৮ – সাঁতারু ব্রজেন দাস ইংলিশ চ্যানেল অতিক্রম করে রেকর্ড সৃষ্টি করেন
  • ২০০৮ – পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ চাপের মুখে পদত্যাগ করেন

Leave a Reply

error: Content is protected !!