দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : নবরাত্রি উপলক্ষ্যে উপবাস পালন করছেন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা। এই নবরাত্রির একটি গুরুত্বপূর্ণ অংশ হল গঙ্গাপুজো। সেই পুজোকে ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি, গঙ্গাজলে জিএসটি ধার্য করেছে মোদী সরকার। তেমন কয়েকটি পোস্ট দেখেই সরব হন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে।
মোদীকে নিশানা করে খাড়গে লেখেন, “আপনি এখন উত্তরাখণ্ডে রয়েছেন। এদিকে আপনার সরকার গঙ্গাজলে কর বসাচ্ছে।” কংগ্রেসের এই দাবির পর মোদী সরকার জানায়, গঙ্গাজলের উপর কোনও কর বসানো হয়নি। পাল্টা কংগ্রেসের দাবি এই নিয়ে সরব হওয়ার পরেই কর তুলে নেওয়া হয়েছে। সম্প্রতি জিএসটি সংক্রান্ত নথিপত্র প্রকাশ্যে এনেছিল কংগ্রেস। তাতে গঙ্গাজলের উপর জিএসটি ধার্য করার ব্যাপারটি দেখা যায়।