দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : অসমের এনআরসি তালিকা থেকে ১৯ লাখ মানুষ বাদ যাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রসংঘ। এনআরসি-র মধ্য দিয়ে কেউ যেন রাষ্ট্রহীন না হয়ে পড়ে, তা নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি।
জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে ফিলিপো গ্রান্ডি বলেন, “বিপুল সংখ্যক মানুষের জাতীয়তা হারিয়ে ফেলার আশঙ্কা রয়েছে, এমন কোনও পদক্ষেপ নেওয়া হলে রাষ্ট্রীয় পরিচয়হীন নাগরিক সমস্যা সমাধানে রাষ্ট্রসংঘের বৈশ্বিক প্রচেষ্টা ব্যাহত হবে।”
গ্র্যান্ডি বলেন, “ভারত সরকারের উচিত এটা নিশ্চিত করা যে কোনো নাগরিকই যেন রাষ্ট্রহীন না হয়ে যায়। প্রত্যেক নাগরিকের তথ্যের অধিকার নিশ্চিত করতে হবে। তাদের উপযুক্ত আইনি পরিষেবা দিতে হবে। সরকারকে আইনি সহায়তা করতে হবে। নিশ্চিত করতে হবে, এঁরা সর্বোচ্চ শ্রেণির পরিষেবা পাচ্ছে।”