Monday, February 24, 2025
Latest Newsদেশ

এনআরসি তালিকা থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ, ‛অন্ধকারের জয়’ বললেন তপোধীর ভট্টাচার্য

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপিশাসিত অসমে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি তালিকা থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ পড়েছে। আজ (শনিবার) এনআরসি কর্তৃপক্ষের প্রকাশিত তালিকা থেকে বাদ পড়েছে ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জনের নাম। মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৩ কোটি ৩০ লাখ ২৭ হাজার ৬৬১। এনআরসি চূড়ান্ত তালিকায় ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

অসমে বাঙালিদের অন্যতম মুখ ও অসম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর তপোধীর ভট্টাচার্য জাতি-ধর্ম নির্বিশেষে বাঙালিদেরই টার্গেট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন। তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটা বিশেষ ভাষাগোষ্ঠীর ১৯ লাখ মানুষই যদি বাদ পড়ে যায় তাহলে আর থাকল কারা? যে জাতিবিদ্বেষ সংবিধানিক রীতির উপরে চলে যায়, গণতান্ত্রিক রীতির উপরে চলে যায়, এটা তো তারই জয় হল! এটা তো অন্ধকারের জয়!’

Leave a Reply

error: Content is protected !!