Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

‘করোনায় গোবর, গো-মূত্র কাজ করে না’ বলায় সাংবাদিককে গ্রেফতার করল বিজেপি সরকার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ‘করোনায় গোবর, গো-মূত্র কাজ করে না’ বলায় এক সাংবাদিককে গ্রেফতার করল মণিপুরের বিজেপি সরকার। জানা গেছে, ওই সাংবাদিকও একজন রাজনৈতিক কর্মী। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া মণিপুরের বিজেপি নেতার বিষয়ে নেটমাধ্যমে বিতর্কিত পোস্ট করার জন্য তাকে গ্রেফতার করা হয়। সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিক কর্মী ইরেন্দ্রো লেইচম্বমকে বৃহস্পতিবার রাতে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রাজ্য বিজেপির সহ সভাপতি উশাম দেবান ও সাধারণ সম্পাদক পি প্রেমানন্দ মেতেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালতে তোলা হলে দু’জনকে ১৭ মে অবধি পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

অভিযোগ, এই দু’জন মণিপুর বিজেপি-র রাজ্য সভাপতি সাইখম টিকেন্দ্র সিংহের মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিজেপি নেতার মৃত্যুর পর ওই সাংবাদিক ও রাজনৈতিক কর্মী লেখেন, ‘‘গোবর ও গো মূত্র কাজ করে না।’’

এর আগেও সাংবাদিক কিশোরচন্দ্রকে নেটমাধ্যমের পোস্টের কারণে দু’টি ভিন্ন মামলায় দু’বার গ্রেফতার করা হয়েছিল। মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকার তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে।

 

 

Leave a Reply

error: Content is protected !!