দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : বিজেপিশাসিত উত্তরপ্রদেশে পুলিশি গুণ্ডাগিরি যেন থামতেই চাইছে না। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠল দুই পুলিশকর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় দুই অজ্ঞাতপরিচয় পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
ধর্ষণের শিকার ওই তরুণীর অভিযোগ, গোরক্ষপুর রেল স্টেশনের কাছে একটি হোটেলে দুই পুলিশকর্মী তাঁকে ধর্ষণ করে। তরুণীর বক্তব্য, বৃহস্পতিবার ওই হোটেলে একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পরে দুই পুলিশকর্মী এসে তাঁকে বলে, তাদের কাছে খবর আছে তিনি নাকি দেহব্যবসা চালান। এই বলে তাঁকে মারধর করে ধর্ষণ করে দু’জন।
ওই তরুণী বাড়িতে একটি কোচিং ক্লাস চালান। তাঁর বাবা দিনমজুর। ইতিমধ্যেই গোরখনাথ পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে তরুণীর পরিবার। তাঁর মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে। সেখানে ধর্ষণের প্রমাণ মিলেছে। আপাতত হাসপাতালেই ভর্তি তিনি। তরুণী একটু সুস্থ হওয়ার পর অভিযুক্তদের স্কেচ তৈরি করার কথা ভাবছে পুলিশ।
সব খবর এইবার আপনার হোয়াটসঅ্যাপে! আমাদের গ্রুপে যুক্ত হোন বিনামূল্যে
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ