দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ২০০২ সালের গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিল নানাবতী কমিশন। কলঙ্কিত সেই দাঙ্গার সময়ে গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। বুধবার গুজরাত বিধানসভায় জমা পড়ে কমিশনের রিপোর্ট। গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী প্রদীপসিন জাদেজা রিপোর্টটি পেশ করেন বিধানসভায়। ২০০২ সালে গুজরাতে হত্যাকাণ্ডের পরেই নানাবতি-মেহতা কমিশন গঠন করা হয়েছিল।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
নানাবতি-মেহতা কমিশনের প্রথম রিপোর্ট ২০০৮ সালে পেশ করা হয়েছিল। প্রথম রিপোর্টে ছিল গোধরায় ট্রেন জ্বালিয়ে দেওয়ার ঘটনার কথা। পরিকল্পনা করে সবরমতী এক্সপ্রেসের এস-সিক্স কামরায় আগুন লাগানোর কথা উল্লেখ করা হয়েছিল। প্ৰথম রিপোর্টেও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দেওয়া হয়েছিল।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন