প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২২ সেপ্টেম্বর। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –
- ৭১৬ – দামেস্কের সম্রাট সুলায়মান মৃত্যুবরণ করেন
- ১৪৯৯ – বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে
- ১৫৯৯ – লন্ডনে ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ীর সিদ্ধান্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠে।
- ১৭৯২ – ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করে ও জনগণের নির্বাচিত আইনসভার স্বীকৃতির মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়
- ১৮৬০ – ঔপনিবেশিক শক্তি বৃটেন ও ফ্রান্সের সাথে চীনের যুদ্ধ শুরু হয়
- ১৮৬২ – আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত ঘোষণায় স্বাক্ষর করেন
- ১৯৬০ – দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ মালি স্বাধীনতা লাভ করেছিল
- ১৯৬৫ – ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকর হয়
- ১৯১৫ – নদিয়া পৌরসভার নামকরণ করা হয় নবদ্বীপ পৌরসভা
- ১৯৭০ – কথা সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন
Tags:22 September History