দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: নরওয়েতে করোনা টিকা নেওয়ার পরই ২৩ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। যা নিয়ে তীব্র আতঙ্কে বিজ্ঞানীরা। এদিকে আবার আজ থেকেই ভারতে শুরু টিকাকরণ কর্মসূচি। তার মধ্যেও এই খবর নিঃসন্দেহে উদ্বেগের। যদিও নরওয়েতে বিতর্কের কেন্দ্রে ফাইজার ভ্যাকসিন। উল্লেখ্য, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকেই নরওয়েতে টিকাদান পর্ব শুরু হয়েছিল।
নরওয়ের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, প্রথম ধাপে যাঁরা টিকা নেন, তাঁদের মধ্যেই ২৩ জনের মৃত্যু হয়েছে। ভ্যাকসিন নেওয়ার পর থেকেই তাঁদের নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে, যা পরে গুরুতর আকা নেয়। নরওয়ে সরকারের বক্তব্য, এ ক্ষেত্রে অসুস্থ ও বয়স্কদের টিকা নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ। ভ্যাকসিনের বেশ কিছু সাইড এফেক্ট দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রেই। এদেশে সেরাম ইন্সটিটিউটের কোভিশিল্ড বা ভারত বায়োটেকের কোভ্যাকসিনের ভবিষ্যত কী হয়, এখন সেদিকেই নজর সকলের।