Monday, February 24, 2025
ইতিহাসফিচার নিউজ

২৬ জুন – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৬ জুন। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৫৩৯ – চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হন
  • ১৮৩৮ – ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম
  • ১৮৫৬ – প্রখ্যাত আইরিশ লেখক জর্জ বার্নার্ড শ’য়ের জন্ম
  • আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস
  • আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস
  • ১৯৭৯ – কিংবদন্তী মুষ্ঠিযোদ্ধা মোহাম্মাদ আলী অবসর গ্রহণ করেন
  • ১৯৯১ – রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০০ পৃষ্ঠার পান্ডুলিপি লন্ডনে নিলামে উঠলে ভারত সরকার ২৬,৬০০ পাউন্ড দামে তা কিনে নেয়
  • ১৯৯২ – বাংলাদেশের কাছে ভারতের ৩ বিঘা করিডর হস্তান্তর।

Leave a Reply

error: Content is protected !!