Sunday, February 23, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

বিষ খাওয়া তিন শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক, স্থানান্তরিত করা হল আইসিইউতে

কলকাতা, ২৫ আগস্ট: মঙ্গলবার বিকাশ ভবনের সামনে প্রতিবাদে যে পাঁচ শিক্ষিকা বিষ খেয়েছিলেন, তাঁদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এই তিন শিক্ষিকাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তিন শিক্ষিকার দু’জন ভর্তি এনআরএস মেডিক্যাল কলেজে। একজন আরজি কর মেডিক্যাল কলেজে। বাকি দুই শিক্ষিকাও আরজি করে চিকিত্‍সাধীন। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, খবর, ৪০-৫০ মিলিগ্রামের মতো কীটনাশক এদের শরীরে গিয়েছে। ক্ষতি হয়েছে লিভার ও শ্বাসযন্ত্রের। উল্লেখ্য, শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফে নানান দাবি নিয়ে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছে। কখনও বিকাশ ভবন কখনও আবার নবান্নের সামনে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষিকারা। বেতন বৃদ্ধি থেকে শুরু করে যোগ্য মর্যাদা একাধিক দাবি করা হয়েছে শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফে। যে পাঁচ জন গতকাল বিষ খান তাঁদের অভিযোগ, অনৈতিকভাবে বদলি করে দেওয়া হয়েছে।

 

Leave a Reply

error: Content is protected !!