দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: সমস্ত বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে এবারেও বাংলায় দিদি থাকছেন। কোনো মতেই বিজেপি সরকার গড়তে পারবে না। আর এই দেখে তৃণমূলের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছেন গেরুয়া শিবিরের ৩০ জন সম্ভাব্য জয়ী প্রার্থী। অনেকে অবশ্য বলতে শুরু করেছেন খেলা তো সবে শুরু হলো! আসল খেলা এবার হবে! খেলা হবে স্লোগান যে ভোটের সবথেকে হট ক্যাচ লাইন, সেই ভোটের ফলাফল বেরোনোর পরে খেলার ঝাঁজ যে আরো বাড়বে তা বলাই বাহুল্য।
পঞ্চম দফা ভোট গ্রহণের পর থেকেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কার্যত হাল ছেড়ে দিয়েছেন একুশের নির্বাচনে বাংলা দখল সম্ভব হবে না বুঝে গিয়ে। কিছুটা গাইগুই করে ষষ্ঠ দফার ভোট গ্রহণের পর থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে নিজেদের ঘরবন্দি করে ফেলেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। তবে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্তের এই হতোদ্যম দেখে নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নাকি জোর কদমে আলোচনা শুরু করেছেন বিজেপির টিকিটে এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করা অন্তত ২৯ সম্ভাব্য জয়ী প্রার্থী। তারমধ্যে অষ্টম দফার ভোট গ্রহণেও রয়েছে দুই প্রার্থী। বিজেপির এই ২৯ সম্ভাব্য জয়ী প্রার্থীদের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার শাসক দলের অংশীদার হয়ে মানুষের জন্য কাজ করতে চান।
তবে এই তালিকায় রীতিমতো চমকে রয়েছে। ষষ্ঠ এবং সপ্তম দফার ভোট গ্রহণে যে বিধানসভা গুলি ছিল তাতে অংশ নেওয়া উত্তর 24 পরগনা এবং নদীয়ার অন্তত ৬ বিজেপি প্রার্থী নিজেদের জয় নিয়ে নিশ্চিত হলেও একইরকমভাবে নিশ্চিত এবারের বাংলার সরকার গঠন করতে পারবে না বিজেপি। তাই লোকসভা নির্বাচনের পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও এখন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শামিল হতে চাইছেন তাঁরা।