দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরের নিকটবর্তী একটি গ্রামের প্রায় ৩ হাজারেরও বেশি দলিত বাসিন্দা। অঞ্চলটি হিন্দু অধ্যুষিত হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের সাথে একাধিক সামাজিক বৈষম্যমূলক আচরণ করা হয় বলে অভিযোগ তুলেছেন ওই দলিত বাসিন্দারা। চলতি মাসের ২ ডিসেম্বর একটি পাঁচিল ভেঙে ১৭ জন দলিতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সেখানে ক্ষোভ তৈরি হয়েছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
জানা গিয়েছে, চেন্নাই থেকে ৫০ কিলোমিটার দূরে নাদুর গ্রামের কাছে ওই পাঁচিল ভাঙার ফলে ১০ জন মহিলা ও ২ জন শিশুসহ মোট ১৭ জন দলিত অধিবাসীদের মর্মান্তিক মৃত্যু ঘটে। উচ্চবর্ণের হিন্দুদের থেকে দলিতদের পৃথক করার জন্যই ওই পাঁচিল তোলা হয়েছিলো বলে অভিযোগ দলিত বাসিন্দাদের। ঘটনার পরে পুলিশ ওই ভেঙে পড়া পাঁচিলের বাড়ির মালিক শিবসুমব্রমানিয়মকে গ্রেফতার করলেও পরে জামিনে মুক্তি পেয়ে যায় সে।
শিবসুমব্রমানিয়মের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতির নির্যাতন প্রতিরোধ আইনের ধারা অনুযায়ী মামলা রুজু করার কথা বললেও পুলিশ তা এড়িয়ে যায় বলে অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তা ও শুধুমাত্র দলিত হওয়ার কারণে বৈষম্য মূলক আচরণের জন্য ওই দলিত সম্প্রদায়ের মানুষেরা ঘোষণা করেছে যে, নতুন বছরের ৫ জানুয়ারী ১৭ জন মৃতের পরিবারের সদস্য সহ প্রায় ৩০০০ দলিত ইসলাম ধর্ম গ্রহণ করতে চলেছে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন