দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের নতুন তিন কৃষি বিল বাতিলের দাবিতে অনড় কৃষকরা। এর জন্য সিঙ্ঘু সীমান্তে মোদী সরকারের বিরুদ্ধে চলছে কৃষকদের জোরদার আন্দোলন। তবে কৃষক আন্দোলনে গিয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ জন কৃষকের। আজ সেই সব কৃষকদের সম্মান জানাতে ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’ পালন করবেন বাকি কৃষকরা।
জানা গেছে, কৃষক আন্দোলনের নেতৃত্বে থাকা অন্যতম বৃহৎ সংঠন অল ইন্ডিয়া কিষাণ সভা আজ দেশের বিস্তীর্ণ অঞ্চলে শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের ডাক দিয়েছে। তাঁদের দাবি, আন্দোলন চলাকালীন দিল্লির ঠান্ডায় এবং অসুস্থতার কারণে, অন্তত ৩৩ জন কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। এআইকেএস জানিয়েছে, প্রয়াত এইসব আন্দোলনকারীদের স্মরণে আজ দেশের অন্তত ১ লক্ষ গ্রামে শ্রদ্ধাঞ্জলি দিবস পালিত হবে। আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই গ্রামগুলিতে মৃত কৃষকদের স্মরণসভা, কৃষি আইন সংক্রান্ত প্রচার, প্রার্থনাসভা এবং মানব বন্ধনের আয়োজন করা হবে।