Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

তৃণমূলে ফিরছেন বিজেপির ৩৫ নেতা, দাবি মুকুলের

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন। তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল, তাঁর সঙ্গে আর কারা আসতে পারেন তৃণমূল কংগ্রেসে। স্বাভাবিকভাবেই ভাবা হয়েছিল মুকুল-অনুগামীদের নাম। যদিও সেইসব নাম নিয়ে তৃণমূলের অন্দরেই আপত্তি রয়েছে, তবু মুকুল রায় তৈরি করে ফেলেছেন অন্তত ৩৫ জনের নামের তালিকা।

শুধু নামের তালিকা তৈরি করেই ক্ষান্ত নেই সদ্য তৃণমূলে ফেরা ‘বঙ্গ রাজনীতির চাণক্য’ মুকুল রায়। সেই নাম নিয়ে তিনি আলেচনায় বসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। ফলে জল্পনা শুরু হয়েছে সেইসব নাম নিয়ে। এখন দেখার কারা বিজেপি ছেড়ে আসেন তৃণমূলে।

মুকুল রায় তৃণমূলে ফেরার পর থেকেই সক্রিয় হয়ে উঠেছেন। তিনি তৃণমূলে এসেই ফোন করেছেন বিজেপির বিধায়ক-সাংসদদের। বেছে বেছে অনেককেই ফোন করেছেন তিনি। তা নিয়ে জল্পনার মাঝেই আবার ৩০-৩৫ জনের নামের তালিকা নিয়ে চর্চা শুরু হয়ে গেল। কে কে আসতে পারেন মুকুলের সঙ্গে, তা নিয়েই আলোচনা দু-দলের অন্দরে।

মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার পরদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে যান। সেখানে প্রায় এক ঘণ্টা উভয়ের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে আলোচনা হয় তৃণমূলে মুকুল রায়ের কী দায়িত্ব থাকবে, তা নিয়ে। আলোচনা হয় মুকুল রায়ের তৈরি তালিকা নিয়ে।

 

এই তালিকায় রয়েছে বিজেপি নেতাদের নাম। যে সমস্ত বিজেপি নেতা তৃণমূলে ফিরতে পারেন বা যোগ দিতে পারেন বিজেপি ছেড়ে, তাঁদের নাম নিয়ে আলোচনা হয়। সেই তালিকা থেকে কাদের নেওয়া যেতে পারে, তা নিয়েও তৃণমূলের দুই স্তম্ভ মুকুল রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে। সর্বভারতীয় স্তরে কীভাবে তৃণমূলের বিস্তার সম্ভব আগামী দিনে সর্বভারতীয় স্তরে কীভাবে তৃণমূলের বিস্তার সম্ভব, তা নিয়েও উভয় নেতার মধ্যে আলোচনা হয়েছে। যোগদানের পরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারত-নেত্রী বলে সম্বোধন করেন মুকুল রায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতের মুখ করে তুলতে তিনিও যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহায়ক হবেন, তা বলাই বাহুল্য।

 

Leave a Reply

error: Content is protected !!