নয়াদিল্লি, ২৪ আগস্ট: ভারতের স্বাধীনতা সংগ্রামীদের তালিকা থেকে ৩৮৭ জন মোপালা বিদ্রোহীদের নাম বাদ দেওয়া হচ্ছে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক এবং আইসিএইচআর প্রকাশিত ‘ডিকশনারি অফ ইন্ডিয়াস ফ্রীডম স্ট্রাগল’ নামক গ্রন্থ থেকে মোপালা বিদ্রোহের নেতা ভি কে হাজি এবং আলি মুসালিয়ার সহ ৩৮৭ জন মোপালা বিদ্রোহীদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি তিন সদস্যের এক প্রতিনিধিদল মোপালা বিদ্রোহের বিষয়ে পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত নিয়েছে। ওই প্রতিনিধিদলের বক্তব্য অনুসারে, মোপালা বিদ্রোহ স্বাধীনতা সংগ্রামের অংশ নয়। বরং এই ঘটনার পেছনে ধর্মীয় কারণ ছিলো। ১৯২১ সালের মোপালা বিদ্রোহকে মালাবার বিদ্রোহও বলা হয়। ইতিহাস অনুসারে কেরালার মোপালা মুসলিমরা এই বিদ্রোহ করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে এবং তাঁদের অনুগত হিন্দুদের বিরুদ্ধে। দীর্ঘ ৬ মাস ব্যাপী এই সংগ্রামে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছিলো। যাদের মধ্যে ২,৩৩৯ জন বিদ্রোহী ছিলেন।