Tuesday, December 3, 2024
Latest Newsআন্তর্জাতিকফিচার নিউজ

১৫ আগস্ট ভারত ছাড়া আর কোন কোন দেশে স্বাধীনতা দিবস পালিত হয় জানেন?

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ১৯৪৭ সালের ১৫ আগষ্ট ভারতবর্ষে দীর্ঘ ২০০ বছর ব্রিটিশ শাসনের অবসান ঘটে। এই দিনে শুধু আমাদের দেশেই স্বাধীনতা দিবস পালন করা হয় তা কিন্তু নয়। ভারতের সাথে বিশ্বের আরও কয়েকটি দেশে এই দিনে উদিত হয়েছিল স্বাধীনতার সূর্য।

১) কোরিয়া: ১৯৪৫ সালের ১৫ আগস্ট ৩৫ বছরের জাপানি উপনিবেশকতা কাটিয়ে কোরিয়া স্বাধীনতা লাভ করে। আলাদা হয়ে যাওয়া উত্তর ও দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা দিবস ১৫ই আগস্ট পালিত হয়।

২) বাহারিন: ‘মুক্তোর দেশ’ বাহারিন হলো দিলমুন সভ্যতার অন্যতম প্রাচীন নিদর্শন কেন্দ্র। দেশটি ১৯৭১ সালের ১৫ই আগস্ট এরাও ব্রিটিশদের কাছ থেকে লাভ করে স্বাধীনতা। এই দেশের বেশিরভাগ বাসিন্দা ইসলাম ধর্মাবলম্বী। ব্রিটিশদের আগে পর্তুগাল ও আরবের উপনিবেশ ছিল বাহারিনে।

৩) লিচটেনস্টাইন: বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ লিচটেনস্টাইন। দেশটির আয়তন মাত্র ১৬০ বর্গ কিমি আর জনসংখ্যা ৪০,০০০ এর কাছাকাছি।১৮৬৬ সালের ১৫ই আগস্ট জার্মানির কাছ থেকে মধ্য ইউরোপের এই দেশটি স্বাধীনতা লাভ করে।

৪) রিপাবলিক অফ কঙ্গো: রিপাবলিক অফ কঙ্গো আফ্রিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত। ৮০ বছর পর ১৯৬০ সালের ১৫ই আগস্ট দেশটি ফ্রান্সের হাত স্বাধীনতা লাভ করে।

তথ্য সংগ্রহে: সুরাইয়া খাতুন

 

 

Leave a Reply

error: Content is protected !!