দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: ঘুমন্ত অবস্থায় মদের দোকানের চার কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এক মানসিক ভারসাম্যহীনের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সে মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়ার শিবপুর এলাকায়।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে একটি মদের দোকানে খেয়ে দেয়ে ঘুমিয়েছিলেন তিন কর্মী। আচমকা তাঁদের উপর লাঠি নিয়ে চড়াও হয় অভিযুক্ত। ঘুমন্ত অবস্থাতেই তাঁদের বেধড়ক মারধর শুরু হয়। এই কাণ্ড দেখে আশপাশে লোকজন জড়ো হয়ে গেলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। পুলিশকেও সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিন কর্মীকে পিটিয়ে খুন করার পর লাঠি হাতেই দোকান থেকে বেরিয়ে আসে অভিযুক্ত। এরপর স্থানীয় আরও একজনকে সেই লাঠি দিয়েই বেধড়ক পেটাতে থাকে সে। চারজনকেই পিটিয়ে অচৈতন্য করে দেয় সে। গুরুতর জখম অবস্থায় তাদের স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ডাক্তাররা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করে পুলিশ হেফাজতে নিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত কেন এমনটা করল, মৃতদের সঙ্গে তার কোনও পুরনো শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।