দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতীয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দেখা হয় সংবাদমাধ্যমকে। অথচ গত পাঁচ বছরে সেই সংবাদমাধ্যমের উপরেই একের পর এক আঘাত নেমে এসেছে! গত পাঁচ বছরে এ দেশে খুন হয়েছেন অন্তত ৪০ জন সাংবাদিক। ভয়াবহ ভাবে আক্রান্ত হয়েছেন ১৯৮ জন। সম্প্রতি এমনই তথ্য সামনে এসেছে। ঠাকুর ফাউন্ডেশন নামের একটি সংস্থার তরফে প্রকাশিত একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সংস্থার তরফে দুই সাংবাদিক ঊর্বশী সরকার এবং গীতা শেশু সারা দেশের সমস্ত সাংবাদিক নিগ্রহের ঘটনাগুলি এক জায়গায় করেছেন। আক্রান্তদের সঙ্গে কথা বলার পাশাপাশি নিহত সাংবাদিকদের পরিবারের কাছেও গিয়ে তথ্য সংগ্রহ করেছেন তাঁরা। ওই রিপোর্টে উল্লেখ আছে, ২০১৪ সাল থেকে ২০১৯ সালের মধ্যে যে ১৯৮ জন সাংবাদিকের উপর হামলা হয়েছে, তার মধ্যে শুধু ২০১৯ সালেই আক্রান্ত হয়েছেন ৩৬ জন।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন