Friday, March 14, 2025
Latest Newsদেশফিচার নিউজ

অমিত শাহের নির্দেশেই ৫ কোটির ঘুষ? কংগ্রেসের নয়া স্টিং অপারেশনে ঘায়েল বিজেপি

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : গুজরাতের আটটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের একদিন আগে বিজেপিকে বিপাকে ফেলতে নয়া একটি স্টিং অপারেশনের ভিডিও সামনে আনল কংগ্রেস। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ওই স্টিং অপারেশনে দেখা যাচ্ছে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোমাভাই প্যাটেল দাবি করছেন তিনি এবং দলের বেশ কিছু প্রাক্তন বিধায়ক বিজেপির থেকে প্রায় ৫ কোটি টাকারও বেশি ঘুষ নিয়েছিলেন। প্রার্থী পদ থেকে সরে আসার জন্যই তাদের এই টাকা অফার করেছিল বিজেপি, এবং তারা তা নিয়েও নেন।

আমেদাবাদের রাজীব গান্ধী ভবনে একটি সাংবাদিক সম্মেলনে এই ২ মিনিটের ভিডিও প্রকাশ করেছে গুজরাত প্রদেশ কংগ্রেস। ওই ভিডিওতেই প্যাটেল স্পষ্টতই দাবি করছেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, রাজ্য বিজেপি সভাপতি সিআর পাটিল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই ৭ কংগ্রেস বিধায়ক দলত্যাগ করেন। উল্লেখ্য, গত মার্চ মাসে গুজরাতের রাজ্যসভা আসনে নির্বাচনের আগে আচমকাই দল ত্যাগ করতে দেখা যায় সোমাভাই প্যাটেল সহ আরও বেশ কিছু বিধায়ককে।

 

Leave a Reply

error: Content is protected !!