দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সৌদি আরবের পাবলিক প্রসিকিউটর জানিয়েছেন, খাশোগিকে খুনের ঘটনায় যারা প্রত্যক্ষ ভাবে জড়িত ছিল তাদের মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। জামাল খাশোগির খুনের ঘটনায় মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আসে। এদের মধ্যে পাঁচ জনের মৃত্যুদণ্ড এবং তিন জনের ২৪ বছর করে কারাদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। বাকিরা খালাস হয়ে গিয়েছেন। মোট নয়টি সেশনের পর অবশেষে খাশোগির হত্যাকারীদের সাজা শুনিয়েছে রিয়াধের আদালত। উপস্থিত ছিলেন খাশোগির পরিবারের সদস্যরা।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
সাংবাদিক জামাল খাশোগি খুনের ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলেও এই মামলায় রেহাই পেয়েছেন দু’জন। এদের মধ্যে একজন সৌদি আরবের গোয়েন্দা সংস্থার উপপ্রধান আহমেদ-আল-আসিরি। খাশোগির হত্যাকাণ্ডের সময় ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে উপস্থিত ছিলেন তিনি। প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন ওয়াশিংটন পোস্টের কলামনিস্ট ৫৯ বছরের জামাল খাশোগি। তার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরে জানা যায়, খুন হয়েছেন তিনি।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন