রাজেন্দ্র নাথ দত্ত, দৈনিক সমাচার, মুর্শিদাবাদ : না মন্ত্রী, না বিধায়ক। না সাংসদ, না অভিনেতা। সাধারণ এক সরল মনের শিশু, তার ইন্ডিয়া রাম্প শো’ থেকে উপার্জন করে জমানো টাকা দান করে দিল করোনা মোকাবিলায়।
সারা দেশজুড়ে চলছে লকডাউন। করোনা ভাইরাসের কারণে সারাবিশ্ব আতঙ্কিত। এই সময় দেশের প্রধানমন্ত্রী তথা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা করোনা মোকাবিলায় ত্রাণ তহবিল গঠন করেছেন। সে কথা মাথায় রেখে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ব্লক ১-এর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পুলক কান্তি মজুমদার-এর হাতে ৭ হাজার টাকা তুলে দিল ইউহান আলতামাস আলম নামের এক ৫ বছরের শিশু।
ইউহান আলতামাস আলম অল ইন্ডিয়া রাম্প শো’য়ের প্রতিযোগী। সেই প্রতিযোগিতা থেকেই জমানো টাকা সে দান করল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। তার কথায়, ‛আমি বাবার মুখে শুনেছি দেশের বর্তমান অবস্থার কথা। তাই আমি মানুষের সাহায্যের জন্য আমার জমানো টাকা দিলাম।’
ইউহান আলতামাস আলম-এর বাবা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের একজন ডাক্তার। ইউহান আলতামাস আলাম-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মুর্শিদাবাদ জেলা বাসি।