Friday, March 14, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

৫০০-তে ৪৯৯! উচ্চ মাধ্যমিকে ইতিহাস গড়ল মুর্শিদাবাদের রুমানা সুলতানা

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: মাধ্যমিকের থেকে কিছুটা কমল উচ্চ মাধ্যমিকে পাশের হার। মাধ্যমিকে যেখানে পাশের হার ছিল ১০০ শতাংশ, সেখানে উচ্চ মাধ্যমিকে পাশের হার দাঁড়াল ৯৭.৬৯ শতাংশ। যদিও উচ্চ মাধ্যমিকের ইতিহাসে এই পাশের হার রেকর্ড। ছাত্র এবং ছাত্রীদের পাশের হার প্রায় সমান। এ বছর যেহেতু পরীক্ষা হয়নি, তাই মেধাতালিকা প্রকাশ করেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে, সংসদের সভাপতি মহুয়া দাস জানিয়েছেন, এক থেকে দশের মধ্যে রয়েছেন মোট ৮৬ জন পরীক্ষার্থী। আর তাতে ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থানে রয়েছেন মুর্শিদাবাদের কন্যা রুমানা সুলতানা। তবে তাঁকে ‘প্রথম স্থানাধিকারী’ বলতে রাজি নয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের তরফে ঘোষণা করা হয়েছে, ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ৯০১৩ জন। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল মূল্যয়ণ পদ্ধতিতে হবে আগেই জানিয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ন’লক্ষ। পরীক্ষা বাতিল হওয়ায় মেধা তালিকা প্রকাশ হল না এ বছর। ২৩ জুলাই অর্থাৎ আগামীকাল থেকে মার্কশিট হাতে পাবেন ছাত্রছাত্রীরা। ২৬ জুলাইয়ের মধ্যে রিভিউ করতে পারবেন তাঁরা।

Leave a Reply

error: Content is protected !!