দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : উত্তরপ্রদেশের বিজনৌরে নাগরিকত্ব বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে মারা গিয়েছেন দু’জন বিক্ষোভকারী। সম্ভাল, ফিরোজাবাদ, মেরঠ ও কানপুরেও একজন করে মারা গিয়েছেন। শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দেশবিরোধীদের ওপর প্রতিশোধ নেওয়া হবে।
আমাদের সব খবর পড়ুন এইবার মোবাইল অ্যাপে। ডাউনলোড করুন বাংলার সেরা নিউজ অ্যাপ
যদিও পুলিশের গুলিতে কারও মৃত্যু হওয়ার কথা অস্বীকার করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের ডিরেক্টর জেনারেল ও পি সিং বলেছেন, আমরা একটিও গুলি চালাইনি। পুলিশের গুলিতে একজনেরও মৃত্যু হয়নি। লখনউতে বৃহস্পতিবার বিক্ষোভে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার নামাজের আগে শহরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
শুক্রবার উত্তরপ্রদেশের মুজফফরপুর, বাহরাইচ, বুলন্দশহর, গোরক্ষপুর, ফিরোজাবাদ, আলিগড় এবং ফারুখাবাদ জেলায় পথে নামে হাজার হাজার মানুষ। পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়। গাড়িতে আগুন লাগানো হয়। পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন