দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিহারে দোস্তি কিন্তু অরুণাচলে কুস্তি। নীতীশের ঘর তছনছ জেডিইউয়ের ৬ বিধায়ককে নিজেদের ঘরে তুলল বিজেপি। রাজ্যে জেডিইউয়ের ৭ বিধায়কের মধ্যে ৬ জনই যোগ দিলেন বিজেপিতে। রাজ্য বিধানসভা থেকে এক বিবৃতি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে অরুণাচলে এখন জেডিইউয়ের হাতে রইল একজন মাত্র বিধায়ক।
রাজ্যে পঞ্চায়েত ও পুরসভা নির্বাচনের ফল ঘোষণা আর এক দিন বাকি। তার আগেই এই দলবদল। জেডিইউয়ের যেসব বিধায়ক দল ছাড়লেন তাদের মধ্যে রয়েছেন তেলেম তাবোহ, হেয়েং মাংফি, জিকো টাকো, দোরজি ওয়াংডি, ডোংরু সিয়োংজু ও কাংগং টাকু। বেশ কিছুদিন ধরেই অরুণাচল জেডিইউ-তে গোলমাল চলছিল। দল বিরোধী কার্যকলাপের অভিযোগে গত ২৬ নভেম্বর শো-কজ করা হয় দলের ২ বিধায়ক সিংজু কর্মা ও টাকুকে। পরে তাদের সাসপেন্ডও করা হয়।
ছয় জেডিইউ বিধায়কের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে রাজ্য বিজেপি প্রেসিডেন্ট বি আর ওয়াঘে বলেন, ‘ওই ৬ বিধায়ক বিজেপিকে যোগ দিতে চেয়ে আবেদন করেছিলেন। আমরা ওদের আবেদন গ্রহণ করেছি।’