Wednesday, March 12, 2025
Latest Newsদেশফিচার নিউজ

মোদী সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে তবলীগ জামাতের ৭ সদস্য

ছবি : সংগৃহিত

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : ভারতে করোনা সংক্রমণ ছড়ানোর প্রথম দিকে হঠাৎ করেই শিরোনামে এসেছিল তবলীগ জামাত। অভিযোগ, লকডাউন উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিনের জমায়েত হয়েছিলেন তবলীগ জামাতের সদস্যরা। যদিও তথ্য বলছে নিজামুদ্দিনের জমায়েত শুরু ও শেষ হয়েছিল লকডাউনের আগেই।

তবলীগের সেই জমায়েতে অংশ নিয়েছিলেন কয়েক হাজার বিদেশি সদস্যও। তাঁদের কালো তালিকাভুক্ত করে কেন্দ্র। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আবেদন করলেন জামাতের সাত বিদেশি সদস্য। জানা গিয়েছে, এই সাত ব্যক্তির মধ্যে দু’জন তাইল্যান্ডের এবং একজন করে কেনিয়া, মালি, মরক্কো, টিউনিসিয়া ও মালয়েশিয়ার বাসিন্দা।

দিল্লিতে তবলীগ জামাতের জমায়েতে অংশ নিতে ভারতে এসেছিল প্রায় ২৫০০ বিদেশি। তাদের সবাইকেই কালো তালিকাভুক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁদের মধ্যে ৭ জন সদস্য দেশের শীর্ষ আদালতের কাছে আবেদন করেছেন, তাঁদের যেন কালো তালিকা থেকে বের করা হয়। কারণ, তা না হলে ১০ বছর ভারতে প্রবেশ করতে পারবেন না তাঁরা।

সুপ্রিমকোর্টে দায়ের করা পিটিশনে বলা হয়েছে, ২০২০ সালের ২ এপ্রিল ৯৬০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ২০২০ সালের ৪ জুন প্রায় ২৫০০ বিদেশিকে কালো তালিকাভুক্ত করা হয়। এই পদক্ষেপ সম্পূর্ণ বেআইনি। ভারতীয় সংবিধানের ২১ নম্বর ধারা ভঙ্গ করা হয়েছে। কারণ, যাঁদের কালো তালিকাভুক্ত করা হয়েছে, তাঁদের বক্তব্য শোনা হয়নি, বা এই সংক্রান্ত কোনও নোটিস তাঁদের দেওয়া হয়নি।’

 

আরও খবরাখবর পেতে যোগ দিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রূপে

Leave a Reply

error: Content is protected !!