Sunday, February 23, 2025
Latest Newsইতিহাসফিচার নিউজ

৭ অক্টোবর – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৭ অক্টোবর। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৮২৬ – প্রথম মধ্যাকর্ষণ শক্তি সম্পন্ন আমেরিকান রেল পথ চালু হয়
  • ১৮৭১ – শিকাগোতে ভয়াবহ অগ্নিকান্ডে ২৫০ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয় এবং ৯৫ হাজার লোক গৃহহীন হয়।
  • ১৯০৬ – রেজাশাহ কর্তৃক পারস্যের জাতীয় সংসদ উদ্বোধন হয়
  • ১৯৩২ – রয়্যাল ইন্ডিয়ান এয়ার ফোর্স প্রতিষ্ঠিত হয়
  • ১৯৫০ – কলকাতায় মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটি প্রতিষ্ঠিত হয়
  • ১৯৫২ – ভ্লাদিমির পুতিনের জন্ম, তিনি রুশ প্রজাতন্ত্রের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব
  • ১৯৭৮ – জাহির খানের জন্ম, তিনি জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার
  • ১৯৮১ – হোসনি মোবারক মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন
  • ১৯৮৯ – হাঙ্গেরীতে কমিউন্সিপার্টির বিলুপ্ত ঘোষণা করা হয়
  • ১৯৮৯ – পূর্ব জার্মানিতে গনতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়
  • ১৯৯৫ – ইন্দোনেশিয়া সুমাত্রায় ভূমিকম্পে শতাধিক নিহত হয়
  • আজ বিশ্ব শিশু দিবস

Leave a Reply

error: Content is protected !!