Sunday, September 8, 2024
ইতিহাসফিচার নিউজ

৭ সেপ্টেম্বর – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৭ সেপ্টেম্বর। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৮১২ – নেপোলিয়নের নেতৃত্বে ফরাসি বাহিনী বোরোদিনের যুদ্ধে রুশদের পরাজিত করে
  • ১৮২২ – ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে
  • ১৮৬০ – লেক মিশিগানে বাষ্পচালিত জাহাজ লেডি এলগিন ডুবে যায়। এ দুর্ঘটনায় ৪০০ যাত্রীর প্রাণহানি ঘটে
  • ১৯০৪ – দলাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়
  • ১৯১১ – ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম থেকে বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা চুরির দায়ে ফরাসি কবি গুলম এপোলিনেয়ার গ্রেফতার হন
  • ১৯২০ – ঔপন্যাসিক আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম
  • ১৯৩৪ – লেখক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম

Leave a Reply

error: Content is protected !!