Thursday, February 6, 2025
Latest Newsফিচার নিউজরাজ্য

৭২ জন বিধায়কই তৃণমূলে যোগদান করতে চলেছেন: বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বিধানসভা ভোটের মুখে যোগদান মেলা এখন গলার কাঁটা হয়েছে বিজেপির। দল ছেড়ে দলে দলে তৃণমূলে ফেরার ধুম লেগেছে। যা নিয়ে অস্বস্তি বাড়ছে বিজেপির অন্দরে। এমনকী দলের সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় তৃণমূলে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে বিজেপি বিধায়কদের তৃণমূলে যোগদানের সম্ভাবনা নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, ‘আমার কাছে খবর রয়েছে, ৭২ জন বিধায়কই তৃণমূলে যাচ্ছেন।’

এদিন শমীকবাবু বলেন, ‘কেউ দল ছাড়তে চাইলে বিজেপি আটকাবে না। যে যেখানে গিয়ে শান্তি পাবেন সেখানে যাবেন। বিজেপি কাউকে জোর করে দলে যোগদান করায়নি।’ সঙ্গে তাঁর দাবি, ‘বহু জায়গায় ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে।’ রসিকতা করে তিনি বলেন, ‘আমার কাছে খবর আছে বিজেপির ৭২ জন বিধায়কই তৃণমূলে যোগদান করতে চলেছেন।’

 

বিধানসভা নির্বাচনে ফল আশানুরুপ না হওয়ার পর থেকেই বেরিয়ে পড়েছে বিজেপির সংগঠনের কঙ্কালসার চেহারাটা। একে একে তৃণমূলে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাস, সরলা মুর্মু, শুভ্রাংশু রায়রা। রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষালও পা বাড়িয়ে আছেন বলে খবর। তবে বিজেপির দাবি, এই প্রবণতায় বিব্রত নয় তারা।

 

 

Leave a Reply

error: Content is protected !!