দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক : সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর মামলায় মুম্বই পুলিশের বিরুদ্ধেই গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত মিলল। অন্তত ৮০ হাজার ভুয়ো অ্যাকাউন্ট থেকে মুম্বই পুলিশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে তাদের কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে।
মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র পুলিশকে এই ভাবে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে কালিমালিপ্ত করার অভিযোগের বিষয়টি নিয়ে আজ তদন্তের নির্দেশ দিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। এমন কাজের পিছনে প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং তাঁর দল বিজেপির সরাসরি যোগ রয়েছে বলে অভিযোগ দেশমুখের।