Thursday, February 6, 2025
Latest Newsদেশফিচার নিউজ

বুথে ভোটার ৯০জন, অথচ ভোট পড়ল ১৭১টি! সাসপেন্ড ৫ পোলিং অফিসার

দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: বুথে ভোটার সংখ্যা ৯০। অথচ ভোট পড়েছে ১৭১। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত অসমের ডিমা হাসাও জেলায়। নির্বাচন কমিশনের আধিকারিকের বক্তব্য, ব্যাপক গরমিল হয়েছে ভোটগ্রহণের।

গত ১ তারিখ অসমে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ছিল। খবরে প্রকাশ, নির্বাচন কমিশনের ভোটার তালিকা মেনে ভোট দিতে অস্বীকার করেন হাফলং কেন্দ্রের অন্তর্গত একটি গ্রামের প্রধান। শুধু তাই নয়, নিজস্ব ভোটার তালিকা নিয়ে ভোট দিতে আসেন ওই ব্যক্তি। তাঁর সেই ভোটার তালিকা অনুযায়ী ভোট দেন স্থানীয় মানুষ।

কমিশন সূত্রে খবর, মৌলদাম এলপি স্কুলে বসেছিল ভোটকেন্দ্র। সেখানেই এই আজব ঘটনা ঘটে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই অবিলম্বে বুথের পাঁচ পোলিং আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন জেলা নির্বাচনী অফিসার।

নির্দেশে বলা হয়েছে, কর্তব্যে গাফিলতির জন্য নির্বাচন কমিশন এই পাঁচ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করছে। ভোটগ্রহণের পরের দিনই এই সিদ্ধান্ত নেওয়া হলেও, সোমবার তা প্রকাশ্যে আসে।

কমিশনের ঊর্ধ্বতন আধিকারিকরা বলেন, ওই বুথে মোট ভোটার সংখ্যা ৯০। কিন্তু, ইভিএমে ভোট পড়েছে ১৭১টি।

কেন ভোটকর্মীরা গ্রামপ্রধানের দাবি মানলেন? বুথে কোনও নিরাপত্তাকর্মী উপস্থিত ছিল কি না, উপস্থিত থাকলে তাঁর ভূমিকা কী ছিল, সব খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি জানাজানি হতেই ৫ পোলিং অফিসারকে সাসপেন্ড করেছেন জেলার নির্বাচনী আধিকারিক। পুনর্নির্বাচনও হতে চলেছে ওই বুথে, তবে এখনও সরকারি নির্ঘণ্ট প্রকাশিত হয়নি।

Leave a Reply

error: Content is protected !!