Friday, November 22, 2024
ইতিহাসফিচার নিউজ

৯ আগষ্ট – ইতিহাসে আজকের দিন

প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৯ আগষ্ট। এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল –

  • ১৮৪২ – মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমান্ত নির্ধারিত হয়
  • ১৯১২ – ইস্তাম্বুলে ভূমিকম্পে ৬ হাজার নিহত হয় ও ৪০ হাজার গৃহহীন হয়
  • ১৯৪২ – ‘ভারত ছাড়ো’ বা ‘বিয়াল্লিশের আগস্ট’ আন্দোলন শুরু
  • ১৯৪৫ – নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয়বার পারমাণবিক বোমাবর্ষণ করে। এই কলঙ্কজনক ঘটনার বিরুদ্ধে বিশ্ববাসী নাগাসাকি দিবস পালন করে ধিক্কার উচ্চারণ করে
  • ১৯৬৪ – স্বাধীন রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের স্বীকৃতি লাভ

Leave a Reply

error: Content is protected !!