দৈনিক সমাচার, ডিজিটাল ডেস্ক: পুলিশের কাজে বাধা ও অবৈধ জমায়েতের অভিযোগে বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ। তাঁর বিরুদ্ধে অনুমতি ছাড়াই বেহালায় রোড শো করার অভিযোগে মামলা করা হয়েছে। শ্রাবন্তীর সঙ্গেই কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। পুলিশের কাজে বাধা, অবৈধ জমায়েতের অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।